৪ কেজি ২৪৫ গ্রাম একটি আমের ওজন!

বিশ্বের সবচেয়ে বড় আম।

কল্মবিয়ান দুই কৃষক জার্মান অরল্যান্ডো নোভোয়া ব্যারেরা ও রিনা মারিয়া ম্যারোকুইন বিশাল এক আম ফলিয়েছেন। আমটির ওজন ৪ কেজি ২৪৫ গ্রাম!

পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের আম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে এই আম।

বিশ্বের সবচেয়ে বড় আমের ওজন নেওয়া হচ্ছে।

এ বছরের এপ্রিল মাসে হয়েছে রেকর্ডটি। এর আগে ২০০৯ সালে, ফিলিপাইনে সবচেয়ে বড় আমটি ফলেছিল । ৩ কেজি ৪৩৫ গ্রাম ছিল সেটির ওজন ।

কলম্বিয়ার দুই কৃষক রিনা মারিয়া ম্যারোকুইন (বাঁয়ে) ও জার্মান অরল্যান্ডো নোভোয়া ব্যারেরা (ডানে) নতুন রেকর্ডধারী এই আম ফলিয়েছেন।

রেকর্ডধারী আমটি যে কত বড়, তা আরও কিছু আমের পাশে দেখে বোঝা যাচ্ছে! সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে কলম্বিয়ায় আম চাষ হয় না।

রিনা ও জার্মান সবাইকে নিয়ে কেটেকুটে আমটা খেয়েছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য মাপজোক শেষে। খেতেও নাকি ছিল বেশ সুস্বাদু!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*