কৃষি সমস্যা

বন্ধ সুদান বন্দর; গমসহ অন্যান্য পণ্য সংকটের আশঙ্কা

বন্ধ হয়ে গিয়েছে সুদান বন্দর। দেশটিতে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচির জেরে বেশ উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। প্রধান বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় দেখা দিয়েছে গমসহ অন্যান্য পণ্য সংকটের আশঙ্কা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য [বিস্তারিত]