ফসফেট সারের দাম কমলো কেজিতে ৯ টাকা। নতুন দাম ১৬ টাকা কেজি

ড. আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী

কৃষকদের স্বার্থ চিন্তা করে ফসলের উৎপাদন ব্যয় কমাতে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করেছে সরকার। শিগগির নতুন দাম কার্যকর হবে।

বুধবার সচিবালয়ে সারের দাম কমানোর বিষয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ ঘোষণা দেন।

তিনি বলেন, ইউরিয়া সারের ব্যবহার হ্রাস ও ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের ব্যবহার বৃদ্ধিসহ কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে দেওয়া প্রস্তাবটি সম্প্রতি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

“প্রতি কেজি ডিএপি সারে সরকারকে ২৪ টাকা ভর্তুকি দিতে হবে। এজন্য বছরে প্রায় ৮০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ডিএপি সারের চাহিদা বছরে ৪ থেকে ৫ লাখ টন রয়েছে।”

ডিএপি সারের মূল্য কমানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকরের কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ইউরিয়া সারের ব্যবহার হ্রাস ও ডিএপি সারের ব্যবহার বৃদ্ধিসহ প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ লাঘবের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে একটি প্রস্তাব ইপস্থাপন করা হলে তিনি পর্যালোচনা করে তা অনুমোদন দেন। এ সময় কৃষকদের প্রণোদনা দিতে সারে সরকারকে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলেও তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*